ঢাকা, বাংলাদেশ রবিবার ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  আজকের সংবাদজীবনযাপনব্রাহ্মণবাড়িয়াসদর

পিতার শ্রম! শ্রম বিক্রয় কেন্দ্র

অল্পদামে শ্রম বিক্রি করা হয়। প্রতিদিন শতাধিক শ্রমিক শ্রমক্রেতার অপেক্ষায় থাকেন। কোনদিন বিক্রি হতে পারে আবার কোনদিন বিক্রি ছাড়াই থেকে যান। তারা প্রায় দিনানিপাত করেন। পাঁশতো থেকে হাজারেও দৈনিক কায়িক শ্রমিক পাওয়া যায়।
বলছিলাম, ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া বাসস্ট্যান্ডের কথা। ২০১৫ সনের পর থেকে প্রতিদিন সকাল হলেই শ্রমিকদের আনাগোনা বাড়তে থাকে। এখান থেকে কমদামে বা কমমূল্যে শ্রমিক পাওয়া যায়। তারা অধিকাংশই ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদীসহ বেশ কয়েকটি জেলা থেকে এসে পরিবার নিয়ে বসবাস করছে। তারা মূলত কায়িক শ্রম বিক্রি করে থাকে।