দীর্ঘদিন থেকে ১০তলা ভবনের নির্মাণ কাজ শুরু করার পর থেকে সড়কের পাশে পানি নিষ্কাশনের ড্রেনেজটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। এলাকাবাসী মালিক কর্তপক্ষকে বলেও কোন প্রতিকার পায়নি। নিরূপায় এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়া পৌর কর্তপক্ষের কাছে মৌখিক ও লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। পৌরসভা ও শহরে প্রবেশ করার একমাত্র সড়ক পশ্চিমাঞ্চলবাসীর। প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহনের। পৌরসভার প্রধান প্রকৌশলী কাউছার আহমেদ বলেন, আমরা ভবন মালিকের কাছে নিরূপায়। তারা আমাদের কোন কথাই শুনছেনা।