ঢাকা, বাংলাদেশ রবিবার ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  আখাউড়াআজকের সংবাদবাংলাদেশব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় স্বামী-স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড

আমার ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক স্বামী-স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মন্নাফ ওরফে মন্নাফ (৪২) ও তার স্ত্রী রোকসানা বেগম (৩২)। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। আদালতের পুলিশ পরিদর্শক হাবিবুল্লাহ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩ মে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের একটি দল। অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মন্নাফ ও রোকসানাকে আটক করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

পরবর্তী সময়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম তদন্ত শেষে মন্নাফ ও রোকসানার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন।