ঢাকা, বাংলাদেশ রবিবার ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  আজকের সংবাদআশুগঞ্জব্রাহ্মণবাড়িয়ারাজনীতিসদরসরাইল

বৃহত্তর মেড্ডায় নাজমুল হুদা বিপ্লবের মতবিনিয় সভা অনুষ্ঠিত

আমার ব্রাহ্মণবাড়িয়া: সরাইল আশুগঞ্জ ২ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী প্রয়াত ডা. ফরিদুল হুদা’র ছেলে ডা, নাজমুল হুদা বিপ্লবের মেড্ডাস্থ নিজ জন্মস্থানে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মেড্ডা সিও অফিসের মিলনায়তনে আবদুল আউয়ালের সভাপতিত্বে, আতিকুল হক জালাল ও নোয়াব মিয়ার পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের সাবেক অধ্যক্ষ এডভোকেট হাবিবুল্লাহ্, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেড্ডা ১ নং ওয়ার্ডের কমিশনার জামাল হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাবেক জিএস আরমান উদ্দিন পলাশ, জেলা বিএনপি সদস্য শাহ মাহমুদা আক্তার. হাজী বকুল মিয়াসহ আরো অনেকে।