ঢাকা, বাংলাদেশ রবিবার ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  আজকের সংবাদবিশেষ সংবাদব্রাহ্মণবাড়িয়াসদর

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের আতঙ্কে হুড়োহুড়িতে ৩০ শিক্ষার্থী আহত

বিজ্ঞানাগারে শর্ট সার্কিট থেকে আগুন, একজনের অবস্থা আশঙ্কাজনক

ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে অন্তত ৩০ থেকে ৩৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে রোহান নামে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের তৃতীয় তলায় অবস্থিত সাইন্স ল্যাবরেটরিতে বিজ্ঞান মেলায় প্রজেক্ট উপস্থাপনার প্রস্তুতি নেয়ার সময় বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুন লাগাকে কেন্দ্র করে আতঙ্কগ্রস্থ শিক্ষার্থীদের হুড়াহুড়ি করে বের হওয়ার সময় অসংখ্য শিক্ষার্থী আহত হয়।

তিনি জানান, শিক্ষার্থীরা ল্যাবের কাজ করছিল। এ সময় মাল্টিপ্লাগে হঠাৎ শর্ট সার্কিট হলে আগুন লাগে এবং ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে যায়। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দেয়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ডালী জানান, এখন পর্যন্ত প্রায় ২০ থেকে ২২ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছে। একজন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ডালী জানান, গুরুতর আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বেশ কিছু শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে যান।

ঘটনার প্রেক্ষিতে জেলা বিএনপির আজকের পূর্ব নির্ধারিত আনন্দ র‌্যালি স্থগিত করা হয়েছে বলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আমরা আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত বিজয় মিছিলটি বাতিল করেছি। কেননা, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের ঘটনাটি খুবই মর্মান্তিক। এখানে শিশু শিক্ষার্থীদের সংখ্যা বেশি। আল্লাহর কাছে শুকরিয়া বড় কোন দুর্ঘটনা ঘটেনি। আমরা এই পরিস্থিতিতে বিজয় মিছিলটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নিয়েছি, তাদের উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালের তত্ত্বাবধায়ককে আহবান জানিয়েছি। আগামী ৯ জুলাই শনিবার বিকেল তিন একই স্থান থেকে মিছিলটি করার সিদ্ধান্ত হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. দিদারুল আলম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। জেলা প্রশাসক জানান, “ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে।