ঢাকা, বাংলাদেশ রবিবার ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  আজকের সংবাদবাংলাদেশবিজয়নগরব্রাহ্মণবাড়িয়ারাজনীতিসদর

ব্রাহ্মণবাড়িয়ায় জমকালো আয়োজনে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আমার ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা দোয়ার আয়োজন করা হয়েছে।

সোমবার ১ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের জেলা পরিষদের উঠোনে প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা হয়।

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, দোয়া মাহফিল, আলোচনা সভা ও শহরের প্রধান প্রধান

সড়কগুলোতে বিজয় ও আনন্দ র‌্যালি। এসব আয়োজনকে ঘিরে পুরো শহরজুড়ে বিএনপির নেতা-কর্মীদের

উপস্থিতি ছিল আনন্দমুখর উল্লেখযোগ্য। এ উৎসবমুখর পরিবেশে অংশ নেন জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে তৃণমূলের হাজারো নেতা-কর্মী।

কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের

পরিচালনায়, অংশ নেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম খোকন, সহ-সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, এডভোকেট শফিকুল ইসলাম, এ বি এম মমিনুল হক, জেলা বিএনপির সাবেক আহবায়ক হাফিজুর রহমান মোল্লা কচি, সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট তরিকুল ইসলাম রুমা, পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, মনির হোসেন ও জেলা বিএনপির কোষাধ্যক্ষ মিজানুর রহমান প্রমুখসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আনন্দ র‌্যালি জেলা পরিষদ থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়। আনন্দ র‌্যালি জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল  বলেন,

“১৯৭১ সালের ২৫শে মার্চ শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনে সাধারণ মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। ১৯৭৫ সালে জাতির সংকটকালীন  সাধারণ মানুষ জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। তিনি দেশকে নেতৃত্ব দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।”

তিনি আরও বলেন, বিএনপি জন্মলগ্ন থেকেই সাধারণ মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে। এই সংগ্রামে বিএনপির অসংখ্য নেতা-কর্মী প্রাণ দিয়েছেন, শত শত মানুষ কারাবরণ করেছেন। বর্তমান সময়েও বিএনপি দেশের মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্র ও অধিকার পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, ত্যাগ ও আদর্শকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দলের প্রতিষ্ঠার এই দিনে দেশ ও জনগণের অধিকার রক্ষায় আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমবেত হন। কেক কাটার শুরুতে দোয়া মাহফিলে জাতির শান্তি, সমৃদ্ধি এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ বিএনপির সকল শহিদ নেতা-কর্মীর আত্মার মাগফেরাত কামনা করা হয়।