টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ টঙ্গী পূর্ব থানা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে নবগঠিত গাজীপুর-৬ (টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম, পুবাইল ও গাছা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আরিফ হোসেন হাওলাদারের প্রতি সমর্থন জানিয়ে এলাকা বাসির উদ্যোগে মতবিনিময় সভা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর ৪৬নং ওয়ার্ডের নোয়াগাও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে ৪৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে এবং বিএনপি নেতা মোঃ সিরাজ মিয়ার সঞ্চালনায় মত বিনিময় সভা, লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব গঠিত গাজীপুর ৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আরিফ হোসেন হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আরিফুল হক প্রধান সুবেল, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন দিপু, ৪৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, প্রবীণ বিএনপি নেতা মোঃ তাঁরা মিয়া,মোঃ ইলিয়াস খান, মোঃ দুলাল মিয়া,আবুল হোসেন, আবুল হাসেম, মোঃ সিরাজ মিয়া,মোঃ আল আমিন, যুবদল নেতা মোঃ শাহিন মিয়া,গাছা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আব্বায়ক সোবহান আহম্মেদ স্বপন, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায় মোঃ বাদল আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আরিফ হোসেন হাওলাদার বলেন, গাজীপুর-৬ আসনে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি রাজনীতি করেছি আদর্শ নিয়ে, কোনো ব্যক্তিগত স্বার্থে নয়।
তিনি আরো বলেন , গাজীপুরে সবচেয়ে বেশি মামলা ও জেল খেটেছি, কিন্তু কখনও আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠেনি। বিএনপি যদি ত্যাগী ও নির্যাতিত নেতাদের মূল্যায়ন করে, তাহলে আমাকে করবে বলে আমি আসা রাখি, দল আমাকে যেখানে মূল্যায়ন করে আমি ওই জায়গাটি থেকে দলের জন্য কাজ করে যাব। জনগণ দলের পাশে থাকবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উদ্ধৃতি দিয়ে আরিফ হোসেন হাওলাদার বলেন, গাজীপুরের রাজবাড়ি মাঠে আয়োজিত বিএনপির সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ কোনো সমাজবিরোধী, অপকর্মে লিপ্ত ও অপরাধীদের ঠাঁই বিএনপিতে হবে না। বিএনপি এমন একটি দল যেখানে সৎ, পরিশ্রমি ও জনবান্ধব মানুষ স্থান পাবেন।
স্থানীয় নেতৃবৃন্দ তাঁর মনোনয়ন প্রত্যাশাকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সমর্থনের আশ্বাস দেন।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সভা শেষে আরিফ হাওলাদার স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ৪৬ নং ওয়ার্ডের নোয়াগাঁও এলাকায় রেলওয়ে স্টেশনের বিভিন্ন দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করেন।