ঢাকা, বাংলাদেশ রবিবার ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  কোটচাঁদপুরঝিনাইদহরাজনীতি

কোটচাঁদপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিস্টার কাজল

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, “আমি যদি দলের মনোনয়ন পেয়ে নির্বাচিত হই, তবে এ আসনের অবহেলিত জনগোষ্ঠীর মৌলিক চাহিদা—খাদ্য, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার উন্নয়নে কাজ করব।”

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় কোটচাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার কাজল বলেন, “আমি আপনাদেরই সন্তান। ১৯৮৬ সালে মহেশপুর হাইস্কুল থেকে এসএসসি ও ১৯৮৮ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করি। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করি।”

তিনি আরও বলেন, “২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করেছি। ২০২০ সাল থেকে টানা তিনবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হয়েছি। বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি।”

রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে কাজল বলেন, “আমি মহেশপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে বর্তমানে কাজ করছি।”

তিনি জানান, “জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছি। ফ্যাসিবাদী সরকারের সময় আমাকে ডিবি অফিসে চারদিন রিমান্ডসহ কারাভোগ করতে হয়। আমি যদি মনোনয়ন না পাই, তবুও যে প্রার্থী মনোনয়ন পাবেন, আমি তাঁর পক্ষে কাজ করবো।”

ব্যারিস্টার কাজল বলেন, “আমার পিতা পৌরসভার সচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। আমি তাঁর আদর্শে অনুপ্রাণিত। আমার দুই কন্যা সন্তানের মধ্যে এক কন্যা ব্যারিস্টারি পড়াশোনার শেষ পর্যায়ে আছে। ভবিষ্যতে সেও দলের জন্য আইনগত সহায়তা প্রদান করবে, ইনশাআল্লাহ।”

মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “ঝিনাইদহ-৩ আসনে এখনো কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। আমরা প্রত্যেকে আশাবাদী, দলের কৌশল ও সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত প্রার্থীকে বেছে নেওয়া হবে।”

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।