সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বাগেরহাটে কর্মরত দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর ) সকাল ১১ টায় উপজেলার শহীদ মিনার মাঠ প্রাঙ্গনে উপজেলা সকল সাংবাদিক এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সমাজসেবক এবং সাধারণ মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, একজন নির্ভীক ও ন্যায়নিষ্ঠ সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও ন্যায়ের শাসনের প্রতি এক গভীর আঘাত। তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। বক্তরা আরো বলেন, ইতোমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনী দুই জন আসামি কে গ্রেপ্তার ও করেছে, আরো যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান।
মানববন্ধন পরিচালনা করেন ভোরের চেতনার সরাইল উপজেলা প্রতিনিধি মো.ফাইজুল কবির শামীম । তার আহবানে অংশগ্রহণ করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.শরিফ মিয়া, সাধারণ সম্পাদক মো.আলমগীর হোসেন , সরাইল প্রেসক্লাবের সভাপতি মো.মোহম্মদ আলী মাস্টার,সাধারণ সম্পাদক মো.তফসির, সরাইল সাংবাদিক পরিষদের সিনিয়র সহ সভাপতি মো. আবদুল মমিন,সাধারণ সম্পাদক মো.ফারুক আহমেদ, সরাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহিন,সাধারণ সম্পাদক মো.আব্দুল করিম মাস্টার,সাংবাদিক মনির, রিমন খান,শিবলু, ডিজিএফআই সাহার আলী, ব্যবসায়ী রিপন ও অন্যান্য গণমাধ্যমকর্মীরাও উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন এবং নিহত সাংবাদিকের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
বক্তারা আরও বলেন, এই নৃশংস হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে নয়, দেশের গণমাধ্যম ও গণতান্ত্রিক সমাজকে ক্ষতিগ্রস্ত করেছে। তারা দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান।