অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর ইকুভমেন্ট হ্যান্ডেলিং ও হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলার চেংগুটিয়া বুড়োর দোকানে এ অফিসের উদ্বোধন হয়।
অনুষ্ঠানে প্রেমবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন শাখা অফিসের প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম মান্নুর সভাপতিত্বে এবং শাখা অফিসের উপদেষ্টা শাহিন পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌর ইকুভমেন্ট হ্যান্ডেলিং ও হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদ রানা। এসময় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, অভয়নগর থানা শ্রমজীবি সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শেখ আসাদুল্লাহ আসাদ, প্রেমবাগ ইউনিয়ন ইকুভমেন্ট হ্যান্ডেলিং ও হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শাখার উপদেষ্টা আবুল কাশেম, লিয়াকত বিশ্বাস ও আল মামুন মোল্লা প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, শাখা অফিস শ্রমিকদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।