ঢাকা, বাংলাদেশ রবিবার ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  আন্তর্জাতিকচট্টগ্রামসন্দ্বীপ

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত সন্দ্বীপের ৭ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প্রবাসীর মরদেহ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত ৮টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ এসে পৌঁছে। পরে রাত ৯টা ২০ মিনিটে বিমানবন্দর কর্তৃপক্ষ নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে।

নিহত প্রবাসীরা হলেন—আমিন মাঝি (৫০), মো. সাহাবুদ্দিন (২৮), মো. বাবলু (২৮), মো. রকি (২৭), মো. আরজু (২৬), মো. জুয়েল (২৮) ও মোশারফ হোসেন রনি (২৬)। তাঁরা সবাই ওমানে সাগরে মাছ ধরার কাজে নিয়োজিত ছিলেন।

স্বজনরা জানান, গত ৮ অক্টোবর ওমানের ধুকুম প্রদেশের সিদরা এলাকায় একটি গাড়ি দুর্ঘটনায় এই সাতজন প্রবাসী নিহত হন। তাঁরা যে গাড়িতে ছিলেন, সেটির সঙ্গে একটি অন্য গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহত আমিন মাঝির ভাই আলী আজগর জানান, ‘আমরা বিমানবন্দর থেকে ভাইয়ের মরদেহ বুঝে পেয়েছি। আগামীকাল রোববার সকাল ছয়টায় মরদেহগুলো নিয়ে সন্দ্বীপের পথে রওনা হবো।’

নিহতদের সম্মানে রোববার সকাল ৯টা ১৫ মিনিটে পূর্ব সন্দ্বীপ উচ্চবিদ্যালয় মাঠে জানাজার আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ জানাজা অনুষ্ঠিত হবে।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা জানান, “সাতজন রেমিট্যান্স যোদ্ধার আকস্মিক মৃত্যু সন্দ্বীপবাসীকে শোকাহত করেছে। তাই সর্বস্তরের মানুষ যাতে অংশ নিতে পারেন, সে জন্য একত্রে জানাজার আয়োজন করা হয়েছে।”