ঢাকা, বাংলাদেশ রবিবার ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  বাগমারারাজনীতিরাজশাহী

বাগমারায় নরদাশ ইউনিয়নে অধ্যাপক কামাল হোসেনের উঠান বৈঠকে জনস্রোত

রাজশাহী বিশেষ প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের পূর্ব দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন।

দীর্ঘ সময় পরে ঝামেলা বিহীন বিএনপি তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন। সে কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই উঠান বৈঠকে নারী পুরুষ সকলের উপস্থিতি চোখে পড়ার মত। আগামী নির্বাচনে তারা ধানের শীষে ভোট প্রদান করবেন বলে জানা গেছে। বিশেষ করে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক কামাল হোসেনের পক্ষে উঠান বৈঠক হাওয়ায় সেটি জনস্রোতে পরিণত হয়।

শনিবার বিকেলে নরদাশ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাগমারা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও নরদাশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন।
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কাচারীকোয়ালীপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাষ্টার আব্দুল গাফফার।

অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাষ্টার ইউসুফ আলী, অধ্যাপক রফিকুল ইসলাম, সমির উদ্দীন, অধ্যাপক দুলাল হোসেন ,শাহিন রেজা, ভবানীগঞ্জ পৌর বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আক্তারুল আলম, নরদাশ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাচ্চু, পানিয়া নরদাশ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সোনাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনাল হক, রাজশাহী জেলা মহিলা দলের সহ-সভাপতি অধ্যাপিকা রিনা ইসলাম, ভবানীগঞ্জ পৌর মহিলাদলের সাবেক সভানেত্রী ও সাবেক কাউন্সিলর শাহানারা খাতুন, ভবানীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ উদ্দীন দুলাল, হামিরকুৎসা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক রাশেদুল হক ফিরোজ, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাষ্টার ইসাহাক আলী, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জর্জ,আব্দুল মতিন, বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মুনির প্রমুখ। উঠান বৈঠকে উপজেলা সহ ইউনিয়ন বিএনপিও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।