শিশির সভাপতি মনির সম্পাদক
আমার ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ঐতিহ্যবাহী ব্রাদার্স ক্লাবের আট সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য মিটিংয়ে বলা হয়।
১৯ অক্টোবর রবিবার বিকেলে ক্লাবের কার্যালয়ে কমিটির অন্যতম সদস্য মো. মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। সভায় গঠিত আংশিক কমিটির মধ্যে রয়েছেন সভাপতি মো. নূরুল ইসলাম শিশির, সিনিয়র সহসভাপতি মো. কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. এজাজ আহমেদ মনির, যুগ্মসাধারণ সম্পাদক (১) মোহাম্মদ জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক (২) শেখ মোহাম্মদ সেকুল-যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম (সুমন), দপ্তর সম্পাদক মো. খালেদ বিন হাবিব (রুমেল) ও ক্রীড়া সম্পাদক সৈয়দ তৌফিককে করা হয়।
সভায় জানানো হয়, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। সভা শেষে নবনির্বাচিত সভাপতি নূরুল ইসলাম শিশির বলেন, “ব্রাদার্স ক্লাবের ঐতিহ্য ও সামাজিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।” সভায় ক্লাবের উপদেষ্টা, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি