শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ শ্রীমঙ্গল শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠের পাশে খেলোয়াড়দের ব্যবহারের জন্য আন্তর্জাতিক মানের রেস্টরুম ও ওয়াশরুম নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর ২০২৫) দুপুর ২টায় এ নির্মাণ কাজের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন খাঁন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মোবারক হোসেন-সহ প্রমুখ।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন বলেন, “খেলাধুলা একটি জাতির প্রাণশক্তি। শ্রীমঙ্গলের খেলোয়াড়রা দীর্ঘদিন ধরে এই মাঠে অনুশীলন করে আসছেন। তাদের জন্য আধুনিক ও স্বাস্থ্যসম্মত রেস্টরুম ও ওয়াশরুম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা খেলাধুলার পরিবেশ আরও উন্নত করবে।”
এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম বলেন, “এই রেস্টরুম ও ওয়াশরুম নির্মাণে আন্তর্জাতিক মান বজায় রাখা হবে। টেকসই নির্মাণসামগ্রী ব্যবহার করা হবে, যাতে খেলোয়াড়রা দীর্ঘমেয়াদে নিরাপদ ও পরিচ্ছন্ন সেবা পান।”
স্থানীয় ক্রীড়ানুরাগীরা জানান, এই উদ্যোগ বাস্তবায়িত হলে মাঠ ব্যবহারে খেলোয়াড়দের জন্য আরও আরামদায়ক ও স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি হবে।