ঢাকা, বাংলাদেশ রবিবার ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  আজকের সংবাদলালমনিরহাট

বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন ২০২৫ গতকাল ১৯ অক্টোবর জেলা পরিষদ মিলনায়তনে ( পুরাতন) বেলা ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও রংপুর বিভাগীয় সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ, আসাদুল হাবিব দুলু।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক নেতা ফরিদ খাঁন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সাইফুল ইসলাম, আহ্বায়ক,রংপুর জেলা বিএনপি, এ কে এম মমিনুল হক যুগ্ন -সাধারন সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপি, মোঃ আফজল হোসেন সাংগঠনিক সম্পাদক লালমনিরহাট জেলা বিএনপি। এ কে এম মইনুল হক বিভাগীয় প্রধান, এন টিভি রংপুর বিভাগ, মোঃ ফরিদ হোসেন চেয়ারম্যান শাহ্ আলী পরিবহনসহ বাংলাদেশ প্রেসক্লাবের আট জেলার সভাপতি /সম্পাদক ও সংগঠনের তিনশত সংবাদকর্মীর উপস্থিতিতে প্রধান অতিথি, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন সাংবাদিকদের নিরপেক্ষ ও নির্ভুল সংবাদ পরিবেশন করতে হবে,একই সাথে তিনি আরো বলেন সাংবাদিকরা সঠিক সংবাদ প্রচার করার জন্য বিভিন্নভাবে নির্যাতিত হয়ে থাকে। সাংবাদিক হলো দেশের জাতীয় সম্পদ। সমাজের বিভিন্ন ঘটনা দূর্ঘটনার বস্তুনিষ্ঠ সঠিক তথ্য সংগ্রহের জন্য অনেক সময় সাংবাদিকদের বিভিন্ন রকম হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়।

বহু সমস্যা উপেক্ষা করে তারা তাদের দায়িত্ব পালন করে সমাজে অনেক ভূমিকা পালন করে। তাই সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ প্রেসক্লাব সারা বাংলাদেশে সাংগঠনিক ভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ায় সংগঠন এর সার্বিক সাফল্য কামনা করেন তিনি। পাশাপাশি বলেন সাংবাদিক পেশা একটি মহান পেশা এ পেশার স্বচ্ছতায় ধরে রাখতে হলে অবশ্যই একজন সাংবাদিকের সঠিকভাবে কলম চালাতে হবে। তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে সংবাদকর্মীদের জন্য একটা প্রশিক্ষণীয় স্কুলের ব্যবস্থা করার কথা মনে থাকবে। তিনি বলেন যে রাঁধে তার সমালোচনা হবেই যে রাঁধতেই জানেনা তার সমালোচনা শোনার এতো শোনার সময় নেই।

তিনি সাংবাদিক নেতা ফরিদ খাঁনের প্রসংশা করে বলেন, তার নেত্বতে ৭৩ হাজার সাংবাদিক তাদের নিজস্ব কর্মদক্ষতা এগিয়ে চলছে এর জন্য তার প্রতি রইলো শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। সম্মেলনে রংপুর বিভাগীয় কমিটির সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন প্রধান অতিথি এর নিকট প্রস্তাব করেন যে আগামী দিনে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে পাঠ্যপুস্তকে সাংবাদিক সম্পর্কে কিছু কথা লেখার জন্য।