শেরপুর প্রতিনিধিঃ ভূমি সেবার মানোন্নয়ন ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান আজ ২০ অক্টোবর ২০২৫ সোমবার সকালে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া-গৌরীপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল ও সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। পরিদর্শনকালে তিনি ইউনিয়ন ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন এবং ভূমি অফিসের সেবা কার্যক্রম, নাগরিক সুবিধা প্রদানের প্রক্রিয়া ও নথিপত্র সংরক্ষণের অবস্থা ঘুরে দেখেন। তিনি ভূমি সেবার মান উন্নয়ন, সেবাপ্রাপ্তদের স্বাচ্ছন্দ্য নিশ্চিতকরণ ও কর্মপদ্ধতিতে স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, “সরকারি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া বর্তমান প্রশাসনের অন্যতম লক্ষ্য। ভূমি সেবায় স্বচ্ছতা, দ্রুততা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।” জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ইউনিয়ন পর্যায়ে ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালুর মাধ্যমে সাধারণ জনগণ আরও সহজে অনলাইন ও সরাসরি ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন।