আমিনুল ইসলাম খন্দকার, বান্দরবানঃ পর্নোগ্রাফির সঙ্গে জড়িত বাংলাদেশি আলোচিত ‘পর্ন তারকা’ যুগলকে বান্দরবান থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফল ব্যবসায়ী পরিচয়ে বান্দরবান শহরে চলতি মাসে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন তাঁরা।
রোববার (১৯ অক্টোবর) দিবাগত গভীর রাতে শহরের রোয়াংছড়ি বাস স্টেশন সংলগ্ন হাজী পাড়া এলাকার ৬ তলা ভবনের পাঁচতলার একটি ফ্ল্যাট বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মুহাম্মদ আজিম (২৮) ও বৃষ্টি (২৮)। পর্ন ভিডিও তৈরির আলামত হিসেবে তাদের কাছ থেকে মোবাইল, সিমকার্ড, ক্যামেরা, ট্রাইপডসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
জানা গেছে, গত ১৫ দিন আগে তারা বান্দরবান এসে ফল ব্যবসা করার কথা বলে ওই এলাকায় বাসা ভাড়া নেন। এরপর থেকে তারা ওই বাসায় বসবাস করে আসছিলেন। এলাকায় তাদের সঙ্গে কারও পরিচয় ছিল না। জরুরি কাজ ছাড়া তারা বাসা থেকে তেমন একটা বের ও হতেন না। সম্প্রতি তারা আলোচনায় আসার পর রোববার ঢাকার সিআইডির একটি দল বান্দরবান জেলা পুলিশের সহায়তায় রোযাংছড়ি বাস স্টেশন এলাকার সেই বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল করিম বলেন, সম্প্রতি নিউজ হওয়ার পর গ্রেফতার এড়াতে ওই যুগল ১৫ থেকে ১৬ দিন আগে বান্দরবান এসে বাসা ভাড়া নেন। বাসা ভাড়া নেয়ার সময় তারা এখানে ফল ব্যবসা করবেন বলে জানান বাড়িওয়ালাকে। এর আগে তারা চট্টগ্রামের কল্পলোকে ছিলেন। সেখান থেকে তারা বান্দরবান এসে আশ্রয় নেন। গতকাল সিআইডির টিম আসলে জেলা পুলিশের সহায়তায় তাদেরকে গ্রেফতার করে ঢাকা নিয়ে যাওয়া হয়।
সম্প্রতি অনুসন্ধানভিত্তিক প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট একটি প্রতিবেদন প্রকাশ করলে তাদের এই সক্রিয়তার বিষয়টি সামনে আসে। প্রতিবেদনে বলা হয়, এই যুগল ২০২৪ সালের মে মাস থেকে ওইসব প্লাটফর্মে সক্রিয় হন। এক বছরের মধ্যে তাদের বিপুলসংখ্যক অনুসারী তৈরি হয়।