ঢাকা, বাংলাদেশ রবিবার ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  আজকের সংবাদব্রাহ্মণবাড়িয়াসদর

দীর্ঘ ৪৮ বছর পর ব্রাদার্স ইউনিয়ন ক্লাবে জেলা বিএনপির পদাপর্ণ


আমার ব্রাহ্মণবাড়িয়াঃ দীর্ঘ ৪৮ বছর পর ব্রাদার্স ইউনিয়ন ক্লাবে জেলা বিএনপির পদাপর্ণ।


২০ অক্টোবর, সোমবার রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া ব্রাদার্স ইউনিয়ন ক্লাবে নবগঠিত কমিটির সাথে মতবিনিময় করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সহদপ্তর

সম্পাদক রাশেদুল হক, সহদপ্তর সম্পাদক জসিম উদ্দিন, ছাত্রবিষয়ক সম্পাদক রাশেদ কবীর আখন্দসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।


বক্তারা বলেন, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী একটি সংগঠন। কিন্তু দীর্ঘ ৪৮ বছরে এই ক্লাবটি সমাজে কোন অবদান রাখতে পারেনি। কারণ, শুধু ফ্যাসিস্ট ছিল, তাদের সামনে কথা বলতে কেউ সাহস করেনি। বর্তমান কমিটি যেন গত ৪৮ বছরের আয় ব্যয়ের হিসেব নেয়ার জন্য আহবান করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন।


অনুষ্ঠান শেষে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের নবকমিটিকে ফুল দিয়ে বরণ করেন অতিথিবৃন্দ এবং


ক্লাবের সদস্য ফয়েজুর রহমান ফয়েজের ৪০তম জন্মদিন উদযাপন করা হয়।