আমার ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারী গ্রেপ্তার করেছে কসবা পুলিশ।
রবিবার ৬ জুলাই বিকাল সাড়ে পাঁচটায় কসবা থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর সিএনজি স্ট্যান্ড থেকে ০৮ কেজি গাঁজা উদ্ধার করে মো. হেলাল মিয়া নামক একজনকে মাদকসহ গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছে কসবা থানা পুলিশ।