আমার ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৪৫ বোতল স্কপ সিরাপসহ একজন মাদক ব্যবসায়ী আটক।
সোমবার ১৪ জুলাই উপজেলার সীমান্তবর্তী সিঙ্গারবিল ইউনিয়নের কাঞ্জনপুর গ্রাম থেকে সকাল সাড়ে নয়টায় মো. রকিব ওরফে রাকিব মিয়ার বসত বাড়ির শয়ন কক্ষ থেকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মশিউর রহমান খান, এসআই মাহবুব আলম সরকার ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মাদকসহ আসামী রাকিব মিয়াকে গ্রেপ্তার করা হয়। বিজয়নগর থানার এফআইআর নং-২২, জি আর নং-২৬৮, ধারা- ৩৬(১) সারণির ১৪(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়।