ঢাকা, বাংলাদেশ রবিবার ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  আজকের সংবাদনরসিংদী

নরসিংদীর শিবপুর অস্ত্র ও ডাকাতিসহ ১৭ মামলার আসামি গ্রেফতার

নরসিংদীঃ নরসিংদীর শিবপুর থেকে অস্ত্র ও ডাকাতিসহ ১৭ মামলার আসামি আমিন সরকার ওরফে আমিন ডাকাতকে তার সহযোগীসহ গ্রেফতার করেন শিবপুর মডেল থানা পুলিশ।

সোমবার ১৪ জুলাই সকালে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, শিবপুর উপজেলার গোবিন্দ গ্রামের মেজবাহ উদ্দিন ওরফে মেসো ডাকাতের ছেলে আমিন সরকার (২৮) ওরফে আমিন ডাকাত এবং ময়মনসিংহের নান্দাইল থানার করাইকান্দি গ্রামের মেনু মিয়ার ছেলে মঞ্জু (৩৪)। জানা যায়, উপজেলার গোবিন্দ গ্রামে অস্ত্র ও ডাকাতিসহ ১৭ মামলার পলাতক আসামি আমিন ডাকাত ও তার এক সহযোগীকে নিয়ে নিজ বাড়িতে বসে অন্যত্র ডাকাতি করার পরিকল্পনা করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে ১৭ মামলার আসামি আমিন ডাকাত ও তার সহযোগীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাদেরকে পুলিশি প্রহরায় আদালতে প্রেরণ করা হয়।

এছাড়া নরসিংদীতে চুরির মামলায় গ্রেফতারকৃত এক আসামী আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। দুপুরে নরসিংদীর জেলা জজ আদালতের (ম্যাজিস্ট্রেট) কোর্টে এ ঘটনা ঘটে। পলায়নকারী আসামী রিয়াজুল ইসলাম ওরফে হৃদয় (২৫) রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে। আদালত ও পুলিশ পরিদর্শক মো. সাইরুল ইসলাম বলেন, ঘটনার সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) চলছিল। এই সুযোগে কাঠগড়ায় অবস্থানরত অটোরিকশা চুরির মামলার গ্রেফতার হওয়া আসামী রিয়াজুল ইসলাম ওরফে হৃদয় পুলিশের চোখ ফাঁকি দিয়ে কাঠগড়া থেকে নেমে পালিয়ে যায়।

সে গত ৭ জুলাই অটোরিকশা চুরি মামলার আসামী হিসেবে গ্রেফতার করেন রায়পুরা থানা পুলিশ। তিনি আরও বলেন, ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। কোর্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল তাকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছেন।