ঢাকা, বাংলাদেশ রবিবার ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  চট্টগ্রামসন্দ্বীপ

সন্দ্বীপে শুক্রবার বন্ধ মোটরসাইকেল গ্যারেজ, চরম দুর্ভোগে বাইকাররা

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম জেলার দ্বীপ উপজেলা সন্দ্বীপে প্রতি শুক্রবার মোটরসাইকেল গ্যারেজ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাইকার, সেলস প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ছয় মাস ধরে চলমান এ সমস্যার এখনও কোনো কার্যকর সমাধান হয়নি।

জানা গেছে, সন্দ্বীপে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রায় ৪০০ সেলস রিপ্রেজেন্টেটিভ কর্মরত রয়েছেন। তারা সাপ্তাহিক ছুটির দিনেও মাঠে থাকেন। এছাড়া চট্টগ্রাম থেকে সন্দ্বীপ ঘাট হয়ে বাইকে যাত্রী পরিবহন, রোগী বহন কিংবা বিভিন্ন পণ্য সরবরাহে নিয়োজিত রয়েছেন অনেকে। কিন্তু শুক্রবার মোটরসাইকেল নষ্ট হলে ২৫০ বর্গমাইলের এই বিশাল উপজেলায় কোথাও মেকানিক না পেয়ে চরম বিপাকে পড়ছেন তারা।

ভুক্তভোগীরা জানান, এ অবস্থায় অনেক সময় বাইক ঠেলে কিলোমিটারের পর কিলোমিটার পাড়ি দিতে হয়। কেউ কেউ হাঁটতেই বাধ্য হচ্ছেন। এতে সময় ও শ্রম—দুই-ই অপচয় হচ্ছে।

শরিফ ফার্মাসিউটিক্যালসের এমপিও মো. ইলিয়াছ বলেন, ‘গত শুক্রবার পেলিশ্যার বাজার থেকে পশ্চিম দিকে যাওয়ার পথে আমার বাইকটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এরপর শেখ মহল পর্যন্ত ঠেলে নেই। আশপাশে কোনো খোলা গ্রেজ পাইনি। শেষে ১০ কিলোমিটার হেঁটে সন্ধ্যায় বাড়ি ফিরি। এমন দুর্ভোগ থেকে মুক্তি চাই।’

এ বিষয়ে সন্দ্বীপ মোটরসাইকেল মেকানিক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সোলাইমান বলেন, ‘সব পেশার মানুষের যেমন সাপ্তাহিক ছুটি রয়েছে, আমরাও কর্মচারীদের শুক্রবার ছুটি দেই। তবে কেউ সংকটে পড়লে জরুরি ভিত্তিতে সহায়তা করার চেষ্টা করি। প্রয়োজনে মেকানিক পাঠানো হচ্ছে।’

স্থানীয়দের দাবি, শুক্রবার পুরো উপজেলা জুড়ে সব গ্রেজ বন্ধ না রেখে প্রতিটি অঞ্চলে অন্তত একটি করে সার্ভিস চালু রাখা উচিত। তা না হলে এ সমস্যা নিরসন সম্ভব নয়।