ঢাকা, বাংলাদেশ রবিবার ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  মৌলভীবাজার

আরিশা প্রকৌশলী হতে চায়

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ ১৭ অক্টোবর ২০২৫ : প্রকৌশলী হয়ে দেশের ভবিষ্যৎ উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় আরিশা আহাদ মৌমি। এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সে সকল বিষয়ে এ প্লাস (গোল্ডেন জিপিএ–৫) পেয়ে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ভিকারুননিসা নূন কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় মৌমি। তার এই ফলাফল জাতীয়ভাবে যেমন আনন্দ ও গর্বের সঞ্চার করেছে, তেমনি শিক্ষা অঙ্গনে অনুপ্রেরণার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

আরিশা আহাদ মৌমি বাংলাদেশ ছাত্রমৈত্রীর কমিটির সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা শাখার সাবেক সম্পাদক কমরেড আব্দুল আহাদ মিনারের মেয়ে। এবং বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা দরদী, সকলের প্রিয় মুখ, পতনউষার উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও ম্যানেজিং কমিটির সাবেক সহসভাপতি এবং শ্রীরামপুর নিবাসী হাজী আবদুল কাদির সাহেবের নাতিন। মা একজন কেমিস্ট হিসেবে দেশের নামকরা ঔষধ কোম্পানিতে কর্মরত।

ফলাফল ঘোষণার পর মৌমির এই সাফল্যে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শিক্ষক ও শুভানুধ্যায়ীসহ জাতীয় ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আনন্দের জোয়ার বয়ে যায়।

তার শিক্ষকরা জানান, অধ্যবসায়ী, পরিশ্রমী ও লক্ষ্যনিষ্ঠ মৌমি নিয়মিত অধ্যবসায়, মনোযোগ এবং আত্মবিশ্বাসের মাধ্যমে এই কৃতিত্ব অর্জন করেছে।

সাফল্যের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আরিশা আহাদ মৌমি, “এই অর্জন আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। মহান আল্লাহর অশেষ রহমত ও পরিবারের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না। আমি আমার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ এবং দেশবাসীর কাছে দোয়া চাই— প্রকৌশলী হয়ে ভবিষ্যতে যেন বিজ্ঞান ও প্রযুক্তি খাতে কাজ করে দেশের উন্নয়নে অবদান রাখতে পারি।”

মৌমির পিতা আব্দুল আহাদ মিনার মেয়ের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “আমার মেয়ে আরিশা আহাদ মৌমি ২০২৫ সালের এইচ.এস.সি পরীক্ষায় ভিকারুননিসা নূন কলেজ থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে!
তার এই সাফল্যে আমরা ভীষণ আনন্দিত ও গর্বিত।
আরিশার ভবিষ্যৎ জীবনের জন্য সবাই দোয়া করবেন যেন সে তার স্বপ্নগুলো পূরণ করতে পারে।” তিনি মুঠোফোনে বলেন, “আমি বিশ্বাস করি, সে প্রকৌশলী হয়ে ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উল্লেখযোগ্য যে, আরিশা আহাদ মৌমি মাধ্যমিক পরীক্ষাতেও জিপিএ–৫ অর্জন করেছিল। ধারাবাহিক উৎকর্ষ বজায় রেখে সে এখন দেশের অন্যতম সম্ভাবনাময় তরুণ মেধাবী হিসেবে নিজেকে গড়ে তুলছে।

কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা

এদিকে, আরিশা আহাদ মৌমির এই কৃতিত্বে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা–এর বিশেষ প্রতিনিধি, আরপি নিউজ–এর সম্পাদক এবং বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। তিনি বলেন, “রাজনীতিক কমরেড আব্দুল আহাদ মিনারের মেয়ে আরিশা আহাদ মৌমি যে কৃতিত্ব অর্জন করেছে, তা আমাদের সকলের জন্য গর্বের বিষয়। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং বিশ্বাস করি, সে প্রকৌশলী হয়ে উচ্চ শিক্ষায় আরও বড় সাফল্য অর্জন করে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে নেতৃত্ব দেবে।”

মৌমির এই সাফল্যে রাজনৈতিক অঙ্গন, সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অভিনন্দন জানিয়েছে এবং তার আগামীর পথচলায় সাফল্য কামনা করেছে।