সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বিবিসি বাংলাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকার সন্দ্বীপের আকবর হাট এলাকায় গণপ্রদর্শন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের উদ্যোগে এই প্রদর্শনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রদর্শনীস্থলে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।
উপস্থিত নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের এই সাক্ষাৎকারে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্র পুনরুদ্ধার ও আন্দোলনের দিকনির্দেশনা অত্যন্ত স্পষ্টভাবে উঠে এসেছে। বক্তারা বলেন, “তাঁর বক্তব্য জাতির সামনে নতুন আশার আলো জ্বেলেছে। সত্য, সাহস ও গণতন্ত্রের পক্ষে তারেক রহমানের অবস্থান আমাদের সংগ্রামে প্রেরণা জোগাবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির তালুকদার, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান শামীম, মাইন উদ্দিন, গাছুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, আমানউল্লাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর মেম্বার, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ডালিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুসা কলিমুল্লাহ, উপজেলা তাতীদলের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোস্তফা আলমগীর, পৌরসভা যুবদল নেতা মিজানুর রহমান মিজান, মগধরা ইউনিয়ন বিএনপির সদস্য শাহদাত হোসাইন, যুবদল নেতা মোশাররফ হোসাইন, সাইফুল, শামীম, মগধরা তাতীদলের সাধারণ সম্পাদক শাহীন, সন্তোষপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুয়েল, আমানুল্লাহ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পয়েল ও সহ-সভাপতি রবিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।