ঢাকা, বাংলাদেশ রবিবার ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  মনিরামপুরযশোর

মণিরামপুরে পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।
রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় এবং সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি নিশাত তামান্না।

সভায় প্রকল্প পরিচিতি উপস্থাপন করেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস. এম. ফেরদৌস। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাকসুদুর রহমান, উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, পাউবো যশোরের উপ-বিভাগীয় প্রকৌশলী আশরাফুল আলম, বিএডিসি’র সহকারী প্রকৌশলী ফাইয়াজ ফুয়াদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় বক্তারা কৃষি ও মৎস্য চাষের জন্য এলাকা ভিত্তিক পরিকল্পনা, খাল পুনঃখনন ও রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া ঘের ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পদক্ষেপের সুপারিশ করা হয়।