শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরের বাজারে দীর্ঘদিন ধরে ব্রয়লার মুরগির দোকান ও খাদ্যপণ্যের দোকান পাশাপাশি থাকার কারণে সৃষ্টি হয়েছিল দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ। এতে বাজারে আসা ক্রেতা-বিক্রেতারা ভোগান্তিতে পড়েন এবং খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ে।
বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ও অভিযোগের পর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। তাঁর উদ্যোগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে ব্রয়লার মুরগির দোকানগুলো গতকাল ২০ অক্টোবর ২০২৫ সোমবার বাজারের নির্দিষ্ট একটি শেডে স্থানান্তর করা হয়।
এতে করে বাজারের মূল অংশে ফিরে আসে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা। স্থানীয়রা এই উদ্যোগকে সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখছেন।
বাজারের খাদ্যপণ্যের ব্যবসায়ী সোলাইমান বলেন, “আগে ব্রয়লার দোকানের দুর্গন্ধে ব্যবসা করা কষ্টকর ছিল। ইউএনও স্যার উদ্যোগ নেওয়ার পর এখন অনেক স্বস্তিতে আছি।”
রামেরকুড়া এলাকার বাসিন্দা মো. মোশারফ হোসেন বলেন, “বাজার ব্যবস্থাপনায় এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ইউএনও মহোদয়কে ধন্যবাদ জানাই।”
ঝিনাইগাতী বাজার বণিক সমিতির সভাপতি মোখলেছুর রহমান খান মক্কু জানান, “দীর্ঘদিন ধরে আমরা এই দোকানগুলো স্থানান্তরের দাবি জানিয়ে আসছিলাম। অবশেষে সেই দাবি বাস্তবায়িত হওয়ায় বাজারের পরিবেশ অনেক উন্নত হয়েছে।”
ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, “বাজারের পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষা করা প্রশাসনের দায়িত্ব। জনগণের স্বার্থে আমরা সবসময় কাজ করে যাব।”