মাদারীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে সমাদ্দার বাজারে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ রফিকুল ইসলাম মৃধা।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলা আমীর মাওলানা হুমায়ুন কবির।

বক্তারা ইসলামী আন্দোলনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান। তারা বলেন, সমাজে ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।