ঢাকা, বাংলাদেশ রবিবার ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ আর্কাইভ
হোম  »  মাদারীপুরমাদারীপুর সদর

কেন্দুয়া ইউনিয়নে জামায়াতে ইসলামী’র পরিচিতি সভা অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে সমাদ্দার বাজারে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ রফিকুল ইসলাম মৃধা।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলা আমীর মাওলানা হুমায়ুন কবির।

বক্তারা ইসলামী আন্দোলনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান। তারা বলেন, সমাজে ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।