মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার, ২১ অক্টোবর ২০২৫ : মৌলভীবাজারে ২০২৪-২০২৫ অর্থবছরের যুব কল্যাণ তহবিল হতে নির্বাচিত ১৪টি যুব সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় মৌলভীবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যুব সংগঠন সমূহের মাধ্যমে আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মৎস্য চাষ, গবাদি পশু পালন, নার্সারি প্রভৃতি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যেঅনুদানের এসব চেক বিতরণ করা হয়। প্রতি সংগঠনের সভাপতি/ সম্পাদকের হাতে ৫০ হাজার টাকা করে সর্বমোট ৭ লক্ষ ২৫ হাজার টাকা অনুদানের চেক তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হোসেন। তিনি বলেন, যে যুব সমাজকে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে। আমরা সামান্যতম সহযোগিতা করেছি, যুব সমাজের উদ্যোগে বেকারত্ব দুর করনের স্বার্থে যুব সমাজকে কাজ করতে হবে। আমরা চাই আপনারা ক্ষুধামুক্ত দারিদ্র্য বিমোচনের লক্ষে কাজ করুন, সরকার আপনাকে সহযোগিতা করবে।
সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক,ফরহাদ নুর। তিনি সকল যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, এই অনুদান আপনাদের সংস্থার উন্নয়নের স্বার্থে ব্যায় করবেন। ভবিষ্যতে ভালো কিছু করুন এই প্রত্যাশা করছি।
শুরুতে উপস্থিত যুব সংগঠন সমূহের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ মনিপুরী যুব কল্যাণ সংস্থার সভাপতি শিবানন্দ সিনহা, পৈতুরা যুব মহিলা উন্নয়ন সমিতির সভাপতি রোকসানা তাসকিন, হাকালুকি যুব সাহিত্য পরিষদের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি হোসাইন আহম্মদ, জনবন্ধু যুব সমাজ কল্যান সংস্থার সভাপতি, দৈনিক দেশ বুলেটিন পত্রিকা ও জনতার অনলাইনের জেলা প্রতিনিধি কমরেড দেওয়ান মাসুকুর রহমান।
যুব কল্যাণ তহবিল হতে অনুদানপ্রাপ্ত যুব সংগঠন সমূহের তালিকা –
পৈতুরা যুব মহিলা উন্নয়ন সমিতি,ক্ষেমসহস্র যুব মহিলা উন্নয়ন সমিতি, গ্রামীণ সমাজ উন্নয়ন যুব সংস্থা, প্রতিভা মানবকল্যাণ যুব সংস্থা, পল্লি সমাজ কল্যাণ সংস্থা, আব্দার বহুমুখী মহিলা সংস্থা, সৃষ্টি সমাজকল্যাণ সংস্থা, জনবন্ধু যুব সমাজ কল্যান সংস্থা,
বাংলাদেশ মনিপুরী যুব সমাজকল্যাণ সংস্থা, জাংলীয়া ইয়াংস্টার যুব সমাজকল্যাণ সংস্থা, দেশ বাংলা সোস্যাল ডেভেলপমেন্ট যুব ফাউন্ডেশন, হাকালুকি যুব সাহিত্য পরিষদ ও তারা পাশা যুব সমাজকল্যাণ সংস্থা (টিসস)।